নিজস্ব প্রতিবেদন: সাড়ে তিন বছর পর 'ঘর ওয়াপসি'। যেদিন বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন, তার পরের দিনই কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিলেন মুকুল রায়। স্বরাষ্ট্রমন্ত্রককে ইতিমধ্যেই চিঠিও পাঠিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, মুকুল রায়কে এবার ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে রাজ্য। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাবেন শুভ্রাংশুও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন ক্রমশই। দিন কয়েক আগে তাঁর করোনা আক্রান্ত স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাহলে কি ফের তৃণমূলে যাচ্ছেন? মুকুল রায়কে নিয়ে জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। একুশের ভোটের পর পুরানো দলেই ফিরলেন মুকুল। সঙ্গে পুত্র শুভ্রাংশুও। গতকাল তৃণমূল ভবনে বাবা-ছেলেকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'মুকুল রায় ঘরের ছেলে ঘরে ফিরল।' 



আরও পড়ুন: মুকুল ফিরতেই ফিরল পুরনো আড্ডা, আলুভাজা-চিপস দিয়ে মুড়ি মাখলেন Mamata


যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন মুকুল রায়ের জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ব্য়বস্থা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শুভ্রাংশু। 'ঘর ওয়াপসি'র ২৪ ঘণ্টার মধ্যে সেই নিরাপত্তা ছাড়তে চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন মুকুল। যদিও এদিন সকালে গেরুয়াশিবিরের সদ্য প্রাক্তন নেতার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী ছিল। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে মুকুল রায়ের নিরাপত্তা প্রত্য়াহারের নির্দেশ আসেনি এখনও। নির্দেশ এলেই বাহিনীকে সরিয়ে নেওয়া হবে।   


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)