মুকুল ফিরতেই ফিরল পুরনো আড্ডা, আলুভাজা-চিপস দিয়ে মুড়ি মাখলেন Mamata

সাংবাদিকদের 'তিক্ত' প্রশ্ন থেকে 'দিদি'র মতো আড়াল করেছেন মুকুলকে (Mukul Roy)।

Updated By: Jun 11, 2021, 10:51 PM IST
মুকুল ফিরতেই ফিরল পুরনো আড্ডা, আলুভাজা-চিপস দিয়ে মুড়ি মাখলেন Mamata

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

এ যেন আক্ষরিক অর্থেই ঘরে ফেরা! গেরুয়া শিবিরের চার দেওয়াল থেকে ঘরোয়া পরিবেশে ফিরলেন মুকুল রায় (Mukul Roy)। পুরনো সতীর্থ ফিরতে তৃণমূল ভবনে বসল জমাটি আড্ডা। নামেই রাজনৈতিক শলা। আদতে শুক্রবার বিকেলে তৃণমূল ভবন ঘটল পুনর্মিলন। শুকনো আড্ডা কোনওকালেই দেয় না বাঙালি। সেই পরম্পরা মেনে মুড়ি মাখলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়ি সহযোগে চলল অতীতের সেই সব দিনের কথা।    
     

মুখ্যমন্ত্রী ঢোকার কিছুক্ষণ পর তৃণমূলে ভবনে প্রবেশ করে মুকুল রায়ের গাড়ি (Mukul Roy)। সূত্রের খবর, দীর্ঘ দিন পর নেত্রীকে দেখে প্রণাম করেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। পায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়ে নেন পুত্র শুভ্রাংশু রায়। প্রায় সাড়ে ৩ বছর পর পুনর্মিলনের ছবি তৃণমূল ভবনে। পার্থ চট্টোপাধ্যায়,সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খোশমেজাজে গল্প শুরু করেন মমতা (Mamata Banerjee)। মুকুলের শরীর ভেঙে গিয়েছে বলে উদ্বেগপ্রকাশ করেন। কাঁচড়াপাড়া ছেড়ে সল্টলেকের বাড়িতে সপরিবারে থাকার জন্য মুকুলকে পরামর্শ দেন তৃণমূল নেত্রী। নির্দেশ দেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে। তবে রাজনীতির থেকে হালকা কথাবার্তাই বেশি হয়েছে। আড্ডায় সঙ্গত দিতে আলুভাজা ও চিপস দিয়ে মুড়ি মাখেন নেত্রী।

৪টে ৪০ মিনিট নাগাদ মুকুলকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকে হাজির হন তৃণমূল নেত্রী। সাংবাদিকদের 'তিক্ত' প্রশ্ন থেকে 'দিদি'র মতো আড়াল করেছেন মুকুলকে (Mukul Roy)। নিজেই বলেছেন,''মুকুল পুরনো পরিবারের ছেলে। ওকে চমকে-ধমকে এজেন্সি দেখিয়ে মুকুলের উপরে কম অত্যাচার হয়নি! মুকুল নিজেও মানসিক শান্তি পেল। শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। মুখে বলতে পারত না। বিজেপি করা যায় না। বিজেপিতে যাঁরা আছে তাঁদের শোষণ এত বেশি। এত নির্দয়! মানুষকে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না।''

অন্যদিকে,মুকুল তৃণমূল ভবন ছাড়ার সময়েও সৌজন্যের ছবি। মুকুল রায়কে গাড়িতে তুলে তৃণমূল ভবন ছাড়েন অভিষেক। অভিষেককে মুকুল আগে চলে যেতে বললেও সৌজন্য রক্ষা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

আরও পড়ুন- সূর্যোদয়ে গেরুয়া সূর্যাস্তে সবুজ, টুইটারে এক মাসের নীরবতার পর 'সংকল্প' ভাঙলেন Mukul

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.