রাজীব একা নন, আরও অনেকে আছেন, সবাইকে স্বাগত : মুকুল
`তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল।`
নিজস্ব প্রতিবেদন : রাজীব বন্দ্য়োপাধ্যায় একা নন। আরও অনেকেই আছেন। সাফ কথা সর্বভারতীয় বিজেপি সহ সভাপতি মুকুল রায়ের।
মিহির গোস্বামী, শুভেন্দু অধিকারীর পর এবার 'বেসুরো' রাজীব বন্দ্যোপাধ্য়ায়। "দুর্নীতিগ্রস্তরা সামনের সারিতে। স্তাবকতায় বিশ্বাসী নই। তাই ন্যাচরালি নম্বর কম।" খুল্লামখুল্লা তোপ দেগেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্য়ায়। আর তারপরই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে শোরগোল। রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের এই মন্তব্য়ের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছেন, "রাজীব কেন, আরও অনেকেই আছে। রাজীব একা নন। আমি জানি দলের ভিতরে পরিস্থিতিটা কী। সবাইকে স্বাগত। আমরা তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলাম। তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল।"
প্রসঙ্গত, শনিবার একটি অরাজনৈতিক অনুষ্ঠানে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'যাঁরা আমরা রাজনীতিতে আছি, অনেক সময়ে ভাবি রাজনীতিতে ক্ষমতটাই সব। অর্থাৎ আমি ক্ষমতা ভোগ করতে পারি। এখন এই ধরনের মানুষ অনেক রয়েছে। আমি রাজনীতিটা করি মানুষের স্বার্থে। গণতন্ত্রে মানুষই শেষ কথা। যাঁরা যোগ্যতার সঙ্গে কাজ করছে, যাঁদের মধ্যে দক্ষতা রয়েছে, যাঁরা মানুষের সঙ্গে মিশতে পারে, মানুষের জন্য অক্লান্ত পরিশ্রমের চেষ্টা করে, তাঁরাই প্রাধান্য পাচ্ছে না। এটা আমাকে কষ্ট দেয়। যাঁরা ঠান্ডা ঘরে থাকে, যাঁরা মনে করে মানুষকে সহজে বোকা বানানো যায়, তাঁদের ঠকিয়ে দিলে বোধহয় আমার কাজ সফল। আজ তাঁরাই বিভিন্ন জায়গায় সামনের সারিতে চলে আসছেন।'
এখানেই শেষ নয়। রাজীব আরও বলেন,'যখন যোগ্যতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, সঙ্গে সঙ্গে পিছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে। যে মুখগুলোকে মানুষ দেখতে চায় না, দুর্নীতিগ্রস্ত, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে না যাঁরা, সত্যি কথা বলতে পারে না, তাঁরা স্তাবক বলে সামনের সারিতে আনা হচ্ছে। এ কী যন্ত্রণা বোঝাতে পারব না! এটা স্তাবকতার যুগ।" স্বাভাবিকভাবেই রাজীবের এই মন্তব্য ঘিরে শুরু হয়ে যায় শোরগোল। কিন্তু কেন হঠাত্ এমন কথা বললেন তিনি? Zee ২৪ ঘণ্টাকে প্রতিক্রিয়ায় বনমন্ত্রী বলেন,'স্তাবকতায় আমি বিশ্বাসী নই। ন্যাচরালি সেখানে নম্বর কম।'
আরও পড়ুন, মন্ত্রিত্বের চেয়ে বড় দল কী দেবে, রাজীবকে ফিরহাদ; TMC ভাঙছে, কটাক্ষ অধীরের
আরও পড়ুন, ভোটের আগেই সরকার পড়ে যাবে, মুখ্যমন্ত্রী ভবানীপুরেও হারবেন : অর্জুন, পাল্টা জবাব নির্মলের