নিজস্ব প্রতিবেদন: ইস্টওয়েস্ট মেট্রোর উদ্বোধন হতে চলেছে আগামিকাল, বৃহস্পতিবার। শহরে মেট্রো রেলের যাত্রাপথের সূচনা করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আমন্ত্রিত না থাকায় অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন সুজিত বসু, কাকলি ঘোষ দস্তিদার ও কৃষ্ণা বসু। বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে ঘাসফুল শিবির। পাল্টা তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত স্মরণ করিয়ে দিয়েছেন মুকুল রায়। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে মুকুল রায় বলেন,''এতো ইতিহাসের পুনরাবৃত্তি! মমতাও তো রেলমন্ত্রী থাকাকালীন টালিগঞ্জ থেকে গড়িয়া বাজার মেট্রোর সম্প্রসারণে ডাকেননি তত্কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সালটা ২০০৯। তখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জ থেকে গড়িয়া বাজার পর্যন্ত ৬ কিলোমিটার লম্বা মেট্রোপথের সম্প্রসারণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে। সম্প্রসারিত মেট্রোপথের উদ্বোধন করেছিলেন মমতা।  উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তত্কালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। সে সময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দাবি করেছিলেন, সরকারি টাকায় রাজনৈতিক অনুষ্ঠান করছেন রেলমন্ত্রী। 


২০০৯ সালের ওই ঘটনার জের টেনে এদিন মুকুল রায় বলেন,''মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ইতিহাসের পুনরাবৃত্তি। উনিও যখন ২০০৯ সালে রেলমন্ত্রী ছিলেন কাউকে আমন্ত্রণ জানাননি। রাজ্য সরকারের কোনও প্রতিনিধি ছিলেন না। যত দূর স্মরণে পড়ে সে সময় খুব সমালোচনা হয়েছিল। বামপন্থীরাও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল। যা দেখিয়েছিলেন, সেটাই এখন উনি দেখছেন। ওনার কথা বলা সাজে না।'' 


বৃহস্পতিবার ইস্টওয়েস্ট মেট্রোর উদ্বোধন করতে শহরে আসছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এখন মুখ্যমন্ত্রীর চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আমন্ত্রণ করেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। আমন্ত্রিত হননি পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমও। তবে স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক সুজিত বসুকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না করায় অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 


মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম মেনেই সব কাজ হয়েছে। সে কারণে  সাংসদ, বিধায়কদের আমন্ত্রণ করা হয়েছে।    


আরও পড়ুন- বদমাইশি করে মালদহে আদিবাসী মেয়েগুলিকে ধর্মান্তরণ করে বিয়ে দিচ্ছিল বিজেপি: মমতা