আগামী ২-৩ দিনেই স্পষ্ট, শুভেন্দুকে নিয়ে বড় ইঙ্গিত মুকুলের
সংবাদসংস্থা এএনআই-কে তিনি বললেন,`আগামী ২-৩ দিনে গোটা বিষয়টি স্পষ্ট হবে`।
নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারী কী সিদ্ধান্ত নেবেন? তিনি কি বিজেপির অভিমুখে? সেই জল্পনার অবসান সম্ভবত ঘটতে চলেছে আগামী ২-৩ দিনেই। তেমনটাই ইঙ্গিত দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তবে বিজেপিতেই যে যোগ দিতে চলেছেন, তা স্পষ্ট করেননি তিনি। সংবাদসংস্থা এএনআই-কে মুকুল বলেন,'আগামী ২-৩ দিনে গোটা বিষয়টি স্পষ্ট হবে'। রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি, কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
সূত্রের খবর, দিন কয়েক আগে ঘরোয়া কথাবার্তায় মুকুল রায় বলছিলেন, অমিত শাহ দেখছেন বিষয়টি। এ দিন মুকুলবাবু বলেন,'মন্ত্রিত্ব থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন শুভেন্দু। আমার মনে হয়, ২-৩ দিনেই বিষয়টি স্পষ্ট হবে।'
এনিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'যেহেতু শুভেন্দু নির্দিষ্টভাবে কোনও পদক্ষেপ ঘোষণা করেননি। কোনও প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। বিজেপির নিজস্বতা বলে কিছু নেই। রাজনৈতিকভাবে দেউলিয়া। তাঁরা অপেক্ষা করে আছেন কবে কোন ঘটনা ঘটবে। নারদার ভিডিয়ো দেখিয়ে শুভেন্দুর চরিত্রহনন করেছিল। ইডি-সিবিআইকে পিছনে লাগিয়েছিল। সম্মানবোধ থাকলে এই পার্টি সম্পর্কে শুভেন্দু কী সিদ্ধান্ত নেবেন, তার অপেক্ষায় আমরাও আছি।'