শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায় ও জ্যোতির্ময় কর্মকার: 'ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে বলে দিল্লি চলে এসেছি। কাউকে বলে আসিনি। দিল্লি অনেক নিরাপদ জায়গা। আমি এখন কটা দিন দিল্লিতেই থাকব। রাজনীতির কাজের জন্যই দিল্লিতে এসেছি। সেটিং এর জন্য আসিনি।' জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকারে জানালেন মুকুল রায়। সেইসঙ্গে তিনি এও স্পষ্ট করলেন যে, তিনি বিজেপিতেই আছেন। মুকুল রায়ের স্পষ্ট কথা, 'বিজেপিতে ছিলাম, বিজেপিতেই আছি, বিজেপিতেই থাকব। আমি তো বিজেপিরই লোক। খামখেয়ালিপণার জন্যই তৃণমূল ভবনে গিয়েছিলাম। মস্তিষ্ক অসুস্থ থাকলে, অনেক লোক অনেকরকম করায়। ভাইফোঁটার দিন মমতার বাড়িতেও গিয়েছিলাম। সে একদিন যেতেই পারি।' ওদিকে মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছে ছেলে শুভ্রাংশুরও। শুভ্রাংশু জানান, 'পুলিসের মাধ্যমের বাবার সঙ্গে কথা হয়েছে। ২ বার কথা হয়েছে। বাবাকে বলেছি তুমি কি সজ্ঞানে সব করছ? বাবা বলেছেন, সজ্ঞানেই করছি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যে ভিডিয়োতে দেখা যায়, দিল্লি বিমানবন্দরে রয়েছেন মুকুল রায়! এই ভিডিয়ো ভাইরাল হতেই জল্পনা উসকে ওঠে রাজনৈতিক মহলে। তবে কি তিনি ফের বিজেপিতে যোগ দিতে চলেছেন? এর পাশাপাশি সোমবার রাতেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন ছেলে শুভ্রাংশু। পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্য়ায় বাড়ি থেকে মুকুলকে নিয়ে যান দুই ব্যক্তি। মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে বেরতেন মুকুল রায়। সেদিনও মুকুল রায়কে নিয়ে যান ওই দুজন। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সঙ্গেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুকুল রায়। শুভ্রাংশুর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার এয়ারপোর্ট থানার পুলিস বিজেপির দক্ষিণ দমদম মণ্ডলের নেতা পীযূষ কানোরিয়াকে তলব করে। দিনভর জেরা করা হয় তাঁকে। মুকুল অন্তর্ধান রহস্যের কিনারা করতে সকাল ১১টা থেকে রাত সাড়ে ১০টা, পর্যন্ত সাড়ে ১১টা ঘণ্টা পীযূষ কানোরিয়াকে জেরা করে এয়ারপোর্ট থানার পুলিস। পাশাপাশি, বিধাননগর পুলিস কমিশনারেটের একটি টিম মুকুল রায়ের সঙ্গে কথা বলতে দিল্লি গিয়ে পৌঁছয়।


এদিকে মুকুল রায়ের শিবির বদলের সম্ভাবনা যখন জোরালো হয়ে ওঠে ক্রমশ, তখন ছেলে শুভ্রাংশু দাবি করেন যে, বাবার দিল্লি যাওয়ার পিছনে রয়েছে বড় অঙ্কের টাকার খেলা। শুভ্রাংশু বলেন, 'বাবা অসুস্থ। তিনি কোথায় রয়েছে সেটাই এখন বড় বিষয়। তাই তাঁকে এনে আগে চিকিত্সা করাতে হবে। পরে দেখা যাবে তিনি কোন দলে গিয়েছেন। তবে বাবার দিল্লির যাওয়ার পেছনে বড় অঙ্কের টাকার খেলা রয়েছে।' আরও দাবি করেন, 'এর পেছনে নিশ্চয় কোনও রাজনৈতিক দল রয়েছে। গতকাল কোনও এক অবাঙালি ছেলেকে দিল্লির কোনও এক এজেন্সি থেকে ফোন করে বলা হয় মুকুলবাবুর হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসতে। কেন না মুকুলবাবুর হাতে এক টাকাও ছিল না। তিনি কীভাবে টিকিট কাটলেন? টাকা কোথা থেকে এল? আমার কিন্তু অজানা।' যদিও দিল্লিতে বসে ছেলের অপহরণের দাবি উড়িয়ে দেন মুকুল রায়। 'আমাকে কেউ অপহরণ করেনি’, শুভ্রাংশুর দাবি উড়িয়ে পুলিসকে জানান তিনি। 


মঙ্গলবার দিল্লিতে মুকুল রায়ের হোটেলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টিম। টিমের আধিকারিকেরা কথা বলেন মুকুল রায়ের সঙ্গে। ছেলের ‘অপহরণ’ দাবি খারিজ করে পুলিসকে মুকুল রায় জানান, ‘আমি নিজের ইচ্ছায় এসেছি। আমাকে কেউ অপহরণ করেনি।’ মুকুল রায়ের এই বক্তব্য শোনার পর হোটেল থেকে ফিরে যায় বিধাননগর পুলিসের টিম। এরপরই এদিন জি ২৪ ঘণ্টার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুকুল রায় দাবি করলেন, ছেলের সঙ্গে ঝগড়ার কারণে দিল্লি এসেছেন। তিনি বিজেপিতেই আছেন! যদিও এপ্রসঙ্গে দিলীপ ঘোষের সাফ মন্তব্য, 'মুকুলের কথার গুরুত্ব দিচ্ছে না দল। তিন মাস অন্তর অন্তর, তিনি কী বলেন, কেউ-ই বুঝতে পারে না। কেউ-ই গুরুত্ব দিচ্ছেন না।'


আরও পড়ুন, 'নামমাত্র পার্টিতে থাকা,' শাহের সভার পরই দল ছাড়লেন বিজেপি নেতা! কেষ্টহীন তৃণমূলেও বড় ভাঙন



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)