নিজস্ব প্রতিবেদন: হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন বিজেপি নেতা মুকুল রায়। রেল বোর্ডের কমিটিতে সদস্যপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে মুকুল ঘনিষ্ঠ বাবান ঘোষের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেলের স্থায়ী কমিটির সদস্যপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় ৪০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে বিজেপির শ্রমিক সংগঠনের নেতা বাবান ঘোষের বিরুদ্ধে। সন্তু গঙ্গোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে সরশুনা থানার পুলিস। মঙ্গলবার রাত দেড়টায় শকুন্তলা পার্ক থেকে তাঁকে পাকড়াও করা হয়। জেরায় অভিযোগ স্বীকার করেছে বাবান ঘোষ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা ও অপরাধমূলক ধারায় অভিযোগ আনা হয়েছে। 



ওই মামলাতেই নাম জড়িয়েছে মুকুল রায়ের। গ্রেফতারি থেকে বাঁচতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন বিজেপি নেতা মুকুল রায়। 


বলে রাখি, বিজেপি জনতা মজদুর ট্রেড ইউনিয়ন ও টলিউডে কলাকুশলীদের সংগঠন 'বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ'-এর সভাপতি বাবান ঘোষ। বাবানের দুটি সংগঠনের সভাতেই দেখা গিয়েছে ছোট-বড় বিজেপি নেতাদের। 


আরও পড়ুন- রাজ্য দফতরে প্রথম দিনেই 'বৈশাখী ঝড়' সামলাতে বেসামাল বিজেপি নেতৃত্ব