নিজস্ব প্রতিবেদন: প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। মঙ্গলবার চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। এরপর চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয় কৃষ্ণা রায়কে। সেখানেও সমস্ত আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে সমস্ত চেষ্টা বিফল করে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা আক্রান্ত হন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। করোনা সংক্রমণ কেটে গেলও ফুসফুসের সমস্যা দেখা দেয়। অতি সংকটজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁকে একমো সাপোর্টে রাখা হয়। এরপর ফুসফুল প্রতিস্থাপনের জন্য কৃষ্ণা রায়কে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। তবে সমস্ত চেষ্টা ব্যর্থ হল।  


মুকুল রায়ের স্ত্রী হাসপাতালে ভর্তি থাকার সময়ই তাঁকে দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এমনকি, ফোনে মুকুলজায়ার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।