ওয়েব ডেস্ক: শুক্রবার নজরুল মঞ্চে আত্মপ্রকাশ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুরে গান। এই প্রথম গানে সুর দিলেন মুখ্যমন্ত্রী। ন জন বিশিষ্ট শিল্পী তাঁর লেখা গান গাইছেন। প্রস্তুতি অবশ্য শুরু হয়ে গিয়েছিল বেশ কয়েক মাস আগেই।  চব্বিশ ঘণ্টাই সাক্ষী ছিল মুখ্যমন্ত্রীর তালিম দেওয়ার সেই মুহূর্তের। ছাত্র - মন্ত্রী ইন্দ্রনীল সেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজনীতির বাইরে ছবি আঁকা ও লেখা বরাবরের নেশা মুখ্যমন্ত্রীর। কবিতার বইও রয়েছে বেশ অনেকগুলি। ছন্দের পর এবার সুর। নিজের লেখা গানে সুর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার।  
 
কালিম্পংয়ের এক শীতের রাত। সেখানেই, কেমন করে তাঁর সুর দেওয়া গান গাইতে হবে,  কোথায় কোন স্বর লাগবে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে শেখালেন মুখ্যমন্ত্রী। অভিজ্ঞ শিক্ষিকার মতো কখনও ভুল ধরিয়ে দিলেন, কখনও আবার গানের কথা নোট করে নিতে বলেন মুখ্যমন্ত্রী।


রবি ঠাকুর কে বাদ দিয়ে কী  আর গান হয়,এখানেও হয়নি... সিন্থেসাইজারে রবি ঠাকুরের সুর তুললেন মুখমন্ত্রী। দুর্লভ এই মুহূর্তের সাক্ষী হয়ে রইল চব্বিশ ঘণ্টা।