নিজস্ব প্রতিবেদন:   বিয়ের ৪দিন আগেই অভিজাত ব্যবসায়ীর ছেলের রহস্যমৃত্যু। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুকুন্দপুরে। মৃতের নাম অমিত ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিত ঘোষ মুকুন্দপুরের অভিজাত ব্যবসায়ী পরিবারের ছেলে। আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁর বিয়ে ছিল। তার আগেই জয়নগরে রেললাইনের ধার থেকে উদ্ধার হল তাঁর দেহ। তাঁর মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।


আরও পড়ুন: ‘তোমাদের সঙ্গে থাকব বাকি জীবনটা’, ছুটিতে বাড়ি ফিরে বলেছিলেন সিআরপিএফ শহিদ হাওড়ার বাবলু


পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অমিতের ব্যবহার সন্দেহজনক ছিল। ৯ ফেব্রুয়ারি তাঁকে বেশ চিন্তিত দেখাচ্ছিল বলে দাবি পরিবারের। সেদিন রাতে মোবাইলে একজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন তিনি। ফোনের অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে উত্ত্যক্ত বাক্য বিনিময়ও হয় তাঁর। অমিতের বাড়ির ড্রয়িং রুমের সিসিটিভিতে এসব ধরা পড়ে। কিন্তু সেদিন রাত ২.৩৮ মিনিটে অমিতকে সিসিটিভি বন্ধ করে দিতে দেখা যায়।


পরেরদিন সকাল থেকেই নিখোঁজ ছিলেন অমিত। পরিবারের তরফে সম্ভাব্য সব জায়গায় তাঁর খোঁজ করা হয়। গড়ফা থেকে অমিতের বাইক উদ্ধার হয়। তার থেকে ৫৫ কিলোমিটার দূরে জয়নগর স্টেশনের পাশ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।


আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪, আজ শ্রীনগরে রাজনাথ


পরিবার বারুইপুর জিআরপিএস-এর কাছে অমিতের খুনের অভিযোগ দায়ের করতে যায়। অভিযোগ, রেলপুলিস চাপ দিয়ে দুর্ঘটনায় মৃত্যু বলে কেস ফাইল করে।


অমিতকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। এক্ষেত্রে অমিতের প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে আঙুল তুলেছেন তাঁরা।  এই ঘটনায় অমিতের প্রাক্তন প্রেমিক সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার।