নিজস্ব প্রতিবেদন : রাজ্যের ভূমি দফতরের যুগ্ম সচিব কোভিড-১৯ আক্রান্ত । রাজ্যে এই প্রথম কোনও IAS অফিসার করোনা পজিটিভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশ কয়েক মাস মাতৃত্বকালীন ছুটিতে থাকার পর তিন সপ্তাহ আগে তিনি প্রথম নবান্নে আসেন । সেদিন তাঁর দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন । শুক্রবার নবান্ন থেকে বাড়ি ফিরে যাওয়ার পর শনিবার তাঁর জ্বর আসে । প্রাথমিক চিকিত্সায় জ্বর না কমার পর সোমবার কোভিড-১৯ টেস্ট হয় । সেই টেস্টে করোনা পজিটিভ আসে ।


এই খবর নবান্নে আসার সঙ্গে সঙ্গে গোটা ভূমি দফতরের ৬০৮ নং ঘরটিকে পুরো স্যানেটাইজ করা হয় । সেইসঙ্গে দফতরের যুগ্ম সচিবের কেবিন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় । এর পাশাপাশি শুক্রবার তাঁর সঙ্গে যাঁরা বৈঠক বা দেখা করেছিলেন তাঁদের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছে ।


এই প্রথম কোনও IAS  অফিসার কোভিড-১৯ আক্রান্ত হলেন । এর আগে স্বরাষ্ট্র দফতরের এক আমলার ছেলের করোনা পজিটিভ হওয়ার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল।


আরও পড়ুন, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত নাইসেড অধিকর্তা