নিজস্ব প্রতিবেদন: ভোটার তালিকা সংশোধনে কারচুপির আশঙ্কা নবান্নের! চক্রান্তের জেরে বাদ পড়তে পারে নাম। গোয়েন্দা সূত্রের খবরে সতর্ক রাজ্য।  জেলাশাসকদের ফোন মুখ্যসচিবের।    স্পর্শকাতর এলাকায়  বাড়তি নজরদারিরও  নির্দেশ।   শান্তিশৃঙ্খলায় সতর্ক থাকতে নির্দেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। ভোটার তালিকা সংশোধনের সময় চক্রান্ত করে অনেকের নাম বাদ দেওয়া হতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর। রাজ্যের সব জেলার জেলাশাসকদের এ ব্যাপারে সতর্ক করলেন মুখ্যসচিব রাজীব সিনহা। বৃহস্পতিবার নবান্ন থেকে টেলিফোনে উত্তর বঙ্গ ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলেন তিনি। কোন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কেমন সে ব্যাপারেও খোঁজ নেন তিনি।


শুধু তাই নয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছেন মুখ্যসচিব। আজ বিশেষ সতর্কতার নির্দেশ মুখ্যসচিবের। নবান্নে থেকে রাজ্যের প্রতি স্পর্শকাতর এলাকার মনিটরিং হচ্ছে। মুখ্যসচিব নিজেও জেলা সফর বাতিল করে দিয়েছেন। বৃহস্পতিবার তাঁর দেউচা পাচামি যাওয়ার কথা ছিল। কিন্তু আপাতত কলকাতা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


আরও পড়ুন - মুখ্যমন্ত্রীর মতো এবার মুখ্যসচিবের সচিবালয়ও নবান্নে