মুখ্যমন্ত্রীর মতো এবার মুখ্যসচিবের সচিবালয়ও নবান্নে

কাজের চাপ অসম্ভব বেড়ে যাওয়ায় রাজীব সিনহা মুখ্যসচিব  হওয়ার পর থেকে দেখা যাচ্ছে প্রচুর ফাইল জমে যাচ্ছে তাঁর ঘরে।

Reported By: সুতপা সেন | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 20, 2019, 06:07 AM IST
মুখ্যমন্ত্রীর মতো এবার মুখ্যসচিবের সচিবালয়ও নবান্নে

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর দৈনন্দিন কাজে সহায়তার জন্য রয়েছে তাঁর সচিবালয়। এবার মুখ্যসচিব এর কাজে সহায়তার জন্যও তৈরি করা হল সচিবালয়। তিনজন আইএএস অফিসারকে নিয়ে এই সচিবালয় তৈরি করা হল। তাঁরা মুখ্যসচিবের দৈনন্দিন কাজে  সহায়তা করবেন।

কাজের চাপ অসম্ভব বেড়ে যাওয়ায় রাজীব সিনহা মুখ্যসচিব  হওয়ার পর থেকে দেখা যাচ্ছে প্রচুর ফাইল জমে যাচ্ছে তাঁর ঘরে। সূত্রের খবর, এই তিন আইএএস অফিসারের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। সব ফাইল তাঁরাই দেখবেন। বাছাই করা অতি গুরুত্বপূর্ণ ফাইল মুখ্যসচিব এর কাছে পাঠাবেন তাঁরা।

রাজ্যে এর আগে এধরনের সচিবালয় কখনও কোনও মুখ্যসচিবের ছিলনা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ক্ষেত্রেই মুখ্যসচিব এর পরামর্শ নিয়ে কাজ করেন। মুখ্যমন্ত্রীর হাতে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের কাজ মুখ্যসচিব নিজে দেখেন। ফলে কাজের চাপ বর্তমানে অনেকটাই বেড়েছে মুখ্যসচিবের।

আরও পড়ুন - চন্দ্রাভিযানে ধাক্কা খেয়েছিলেন মনে আছে! আরও ধাক্কা খাবেন: মমতা

.