ওয়েব ডেস্ক: নারদ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের জন্য অপেক্ষা করছে একাধিক প্রশ্ন। সিবিআই সূত্রে খবর, তদন্তকারীরা ইকবালের কাছে জানতে চাইবেন, কেন ফুটেজে তাঁকে টাকা নিতে দেখা গিয়েছে? টাকা নেওয়ার পিছনে উদ্দেশ্য কী ছিল? কীভাবে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে পরিচয় হল তাঁর? কোন কোন নেতার কাছে ম্যাথুকে নিয়ে যান তিনি?ওই নেতাদের কাছে কেন ম্যাথুকে নিয়ে যান তিনি? এছাড়াও তাঁর কাছে জানতে চাওয়া হতে পারে, কোন নেতাকে কত টাকা দেন ম্যাথু স্যামুয়েল? টাকার বিনিময়ে ওই নেতারা কী প্রতিশ্রুতি দেন? টাকা নেওয়ার পিছনে যুক্তি কী ছিল? এই সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর না পেলে CBI কড়া পদক্ষেপের পথে হাঁটবে বলে সূত্রের খবর।