ওয়েব ডেস্ক: তৃণমূলকে ফের অস্বস্তিতে ফেললেন সৌগত রায়। নারদে অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা যেতে পারে। নতুন বিধায়কদের সংসদীয় রীতি-নীতি শেখাতে গিয়ে বলে ফেললেন একথা। মোক্ষম হুল ফুটিয়েছে নারদ নিউজ। সেই জ্বালায় গুছিয়ে নুন ছেটালেন সৌগত রায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌগত স্যারের ক্লাস


নব নির্বাচিত বিধায়কদের সংসদীয় রীতিনীতি শেখানোর ক্লাস। স্পিকারের আমন্ত্রণে সেই ক্লাসে শিক্ষক সৌগত রায়ও। তখন সিপিএমের তন্ময় ভট্টচার্য প্রশ্ন করেন, স্টিংকাণ্ডে CPI-র ইলিয়াস মহম্মদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনা হয়। এবার নারদকাণ্ডেও কি এই নোটিস আনা যায়?


নারদ কাণ্ডে যে স্বাধিকারভঙ্গের নোটিস আনা যায় তা স্পষ্ট করে দিয়েছেন সৌগত রায়। সৌগত রায়কে নিয়ে অস্বস্তিতে তৃণমূল। কোচিং ক্লাসে ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। মজা করে তিনি বলেন, সৌগত রায়ের কথা মাঝেমধ্যে দলের মাথাব্যথার কারণ হয়।