নিজস্ব প্রতিবেদন:  নারদাকাণ্ডে  স্টিং অপারেশনের আসল ফুটেজ পাওয়ার জন্য আমেরিকায় ‘অপ্যাল’ সংস্থাকে চিঠি পাঠাল সিবিআই।  সূত্রের খবর, সম্প্রতি নারদকাণ্ডের  তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। তদন্তে কেন দেরি হচ্ছে, তা জানতে চাওয়া হয়।  তদন্তকারী আধিকারিক জানান, নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ফুটেজ জমা দিয়েছেন, তা আসল নয়। কপি ফুটেজ আদালতে জমা দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আসল ফুটেজ না মেলায় চার্জশিট দিতে সমস্যা হচ্ছে। সিবিআই ডিরেক্টরকে একথা জানান তদন্তকারী অফিসার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সিপিএমের বিরুদ্ধে অতিরিক্ত কংগ্রেস প্রীতির অভিযোগ শরিকদের, ভেঙে যেতে পারে বামফ্রন্ট


তদন্ত শেষ, ম্যাথু স্যামুয়েল আসল ফুটেজ না দেওয়ায় সমস্যা তৈরি হচ্ছে,  জানিয়েছেন তদন্তকারী অফিসার।  আই ফোনের আসল ফুটেজ চেয়ে বিদেশমন্ত্রকের মাধ্যমে অ্যাপলকে চিঠি  দিল সিবিআই।


আরও পড়ুন: ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় ছেলেকে প্রকাশ্যে জুতোপেটা বাবার


প্রসঙ্গত, এর আগেও গত বছর ৬ মার্চ ‘অ্যাপল’ সংস্থাকে চিঠি পাছিয়েছিল সিবিআই। আই ফোন দিয়েই স্টিং অপারেশনটি করা হয়েছিল কিনা, তা জানতে চেয়েই চিঠি পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা। যদিও তথ্য দিতে অস্বীকার করেছে অ্যাপল কর্তৃপক্ষ।


আরও পড়ুন, ঘোলা অগ্নিকাণ্ড : ৫ শ্রমিক জীবন্ত দগ্ধ, ভিন রাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত কারখানা মালিক


৪২৮ মিনিটের একটি ভিডিও ফুটেজ, আর তাতেই তোলপাড় হয়েছিল বঙ্গ রাজ্য রাজনীতি। নারদ স্টিং অপারেশনের ওই ভিডিও ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের সম্পর্কে ইতিমধ্যেই তথ্য জোগাড় করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর্থিক লেনদেনের ও এই স্টিং অপারেশনের নেপথ্যে ম্যাথুর কী উদ্দেশ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।