নিজস্ব প্রতিবেদন: বালিগঞ্জের সিপিআইএম প্রার্থীর হয়ে প্রচারে নামলেন নাসিরউদ্দিন শাহ (Nasiruddin Shah)। ভাইজির জন্য ভোট চাইলেন নাসিরুদ্দিন শাহ, বললেন, ''আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই, সম্পূর্ণ ব্যক্তিগত তাগিদে ভোট চাইছি। আপনারা এমন কোনও মানুষ বেছে নেবেন যিনি মতাদর্শ বারবার বদল করেন নাকি এমন মানুষকে চাইবেন যিনি সবসময় মানুষের পাশে থাকেন। সেটা আপনাদের পছন্দ।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বালিগঞ্জের সিপিএম প্রার্থীর সায়রা শাহ হালিমের সমর্থনে এমনই ভিডিও বার্তা নাসিরুদ্দিন শাহের। সায়রা শাহ-র বিপরীতে বালিগঞ্জের উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। সরাসরি তাঁর বিরুদ্ধে কোনও কথা না বলেননি অভিনেতা। 



ভিডিও বার্তায় নাসির আরও বলেন,  ''আমি কোনও রাজনৈতিক সংগঠনের সদস্যা নই। আমি আপনাদের সামনে সম্পূর্ণ ব্যক্তিগত বোধের উপর নির্ভর করে বালিগঞ্জ পুনর্নির্বাচনে সায়রা শাহ হালিমকে সমর্থন করার আবেদন জানাচ্ছি। আমার ভাইঝি হওয়ার সূত্রে আমি তাকে জন্ম থেকেই চিনি। কিন্তু পারিবারিক সম্পর্ককে একপাশে সরিয়ে রেখে বলতে চাই, আমি তাঁকে সবসময় একজন সাহসী, দায়বদ্ধ এবং সৎ, সংবেদনশীল মানুষ হিসেবে দেখে এসেছি। একটু ভাবুন.. সায়রা ও তার স্বামীর মানুষের জন্য দীর্ঘদিন হাসপাতাল চালাচ্ছে। ওদের সহমর্মিতা বোধ আছে।''


আরও পড়ুন, SSC উপদেষ্টা কমিটির ৪ সদস্যকে কড়া নির্দেশ হাইকোর্টের, আজ দুপুরেই যেতে হবে CBI দফতরে


আরও পড়ুন, Md Selim: গিয়াসউদ্দিন দলের সম্পদ; দায় এড়াতে পারে না তৃণমূল, আলিয়াকাণ্ডে তোপ সেলিমের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)