নিজস্ব প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে রাজ্যে এসে গেল মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। সকালে দু'জন এসেছিলেন। রাতে এলেন আরও ৩ জন। প্রতিনিধি দলের আর দুজন এ রাজ্যের।            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


কলকাতা হাইকোর্টের  (Calcutta High Court) নির্দেশ মেনে ৭ সদস্যের প্রতিনিধি দল গঠন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র৷ নেতৃত্বে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য রাজীব জৈন। কমিটিতে রয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুলবেন দেশাই, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তকারী অফিসার সন্তোষ মেহরা এবং মঞ্জিল সাইনি। রাজ্য থেকে কমিটিতে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার প্রদীপ কুমার পাঁজা ও রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য রাজু মুখোপাধ্যায়।



ভোট পরবর্তী হিংসার অভিযোগে জনস্বার্থ মামলায়  রাজ্যের আবেদন খারিজ করে আগের নির্দেশই বহাল রাখে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ৷


আরও পড়ুন- কৌশিক চন্দের এজলাসেই নন্দীগ্রাম মামলা, এবার বিচারপতিকে চিঠি Mamata-র আইনজীবীর