নিজস্ব প্রতিবেদন: বুধবার মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নতুন মন্ত্রী হিসেবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ  সোনোয়ালদের নাম একপ্রকার চূড়ান্ত। কিন্তু বাংলা থেকে কে হবেন কেন্দ্রীয় মন্ত্রী? তা নিয়ে জল্পনার অন্ত নেই। যাঁর সম্ভাবনা সবচেয়ে বেশি সেই দিলীপ ঘোষ রাত ৮টা পর্যন্ত দিল্লির উড়ানে ওঠার ফোন পাননি বলে বিজেপি সূত্রের খবর।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরবঙ্গ এবার ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। স্বাভাবিকভাবে বাংলার উত্তরের অংশ অগ্রাধিকার পেতে পারে বলে মনে করা হচ্ছে। নাম ঘুরছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। তিনি দিল্লিতেই আছেন। নিশীথ জানালেন, তাঁর কাছে ফোন আসেনি। 


সম্ভাব্য মন্ত্রী হিসেবে জোরালোভাবে ঘোরাফেরা করছে শান্তনু ঠাকুরের নাম। তবে 'স্পিকটি নট' বনগাঁর সাংসদ। বিজেপি সূত্রের খবর, শান্তনু এখন দিল্লিতেই। বুধবারের সম্প্রসারণের তিনি শপথপাঠ করতে পারেন বলে মনে করছেন দলের প্রথম সারির নেতারা। এর পাশাপাশি নাম ভাসছে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তের।


আর একজন 'ফ্রন্ট রানার' লকেট চট্টোপাধ্যায়। হুগলির সাংসদকে জল্পনা বাড়ার কারণ স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এখন দিল্লিতেই আছেন তিনি। লকেট কোনও ফোন পাননি বলে ঘনিষ্ঠমহলে দাবি করছেন। আর এক সম্ভাব্য মুখ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানালেন,'ফোন পাইনি।'


আরও পড়ুুন- মহিলা-ভাতা, কৃষক-অনুদান ও পড়ুয়া ঋণ- বুধের বাজেটে অগ্রাধিকার ৩ প্রকল্পে