টালা ব্রিজ ঘিরে একাধিক জটিলতা, ফের নতুন নকশা বদলের ভাবনা রেলের
জানা গিয়েছে, নতুন ব্রিজের জন্য যে নকশা তৈরি করা হয়েছে, তাতে তিন বছরের মধ্যে কাজ শেষ করা অসম্ভব বলে মনে করছে রেল।
নিজস্ব প্রতিবেদন: টালা ব্রিজ নিয়ে সমস্যা অব্যাহত। এবার টালা ব্রিজের নতুন নকশা ঘিরে সামনে এসেছে একাধিক জটিলতা। জানা গিয়েছে, নতুন ব্রিজের জন্য যে নকশা তৈরি করা হয়েছে, তাতে তিন বছরের মধ্যে কাজ শেষ করা অসম্ভব বলে মনে করছে রেল।
অন্যদিকে বর্তমানে যেভাবে ব্রিজ তৈরির সিদ্ধান্ত হয়েছে, তাতে রেল লাইন সরিয়ে কাজ করতে হবে। আর সবমিলিয়ে তাতে বিস্তর সময় লেগে যাবে। ফলে রেল কর্তৃপক্ষ মনে করছে, তিন বছরের মধ্যে কাজ শেষ করতে হলে নকশা বদল করতেই হবে। তাই এই জটিলতার বিষয়টি ইতিমধ্যেই রাজ্যকে জানিয়েছে রেল। রাজ্যের তরফে কী সমাধান আসে এখন সেদিকে তাকিয়ে ব্রিজের ভবিষ্যত।