ওয়েব ডেস্ক : চিকিত্সার গাফিলতিতে রোগী মৃত্যু হলে বেসরকারি হাসপাতালগুলিকে আরও বেশি ক্ষতিপূরণ গুণতে হবে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে বেসরকারি হাসপাতালকে। বিধানসভায় কাল পেশ হতে চলা নতুন স্বাস্থ্য বিধিতে এমনই প্রস্তাব রাখা হয়েছে। ছোট আঘাতের ক্ষেত্রে চিকিত্‍সায় গাফিলতি হলে ৩ লক্ষ টাকা জরিমানা। বড় আঘাতের ক্ষেত্রে চিকিত্‍সায় গাফিলতি হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সঞ্জয় রায়ের মৃত্যু নিয়ে আজই রিপোর্ট দিতে পারে তদন্ত কমিটি


বেসরকারি চিকিত্‍সা ব্যবস্থায় বেনিয়ম রুখতে বিলের প্রতিটি ক্ষেত্রে রাখা হয়েছে কড়া দাওয়াই। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে স্বচ্ছতায়। রোগীদের কাছ থেকে কখন কোন খাতে কী কারণে টাকা নেওয়া হচ্ছে, তা জানাতে বাধ্য থাকবে বেসরকারি হাসপাতাল। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেসি বিল দু হাজার সতেরো। ২৫ পাতার এই বিল নিজে তৈরি করেছেন মুখ্যমন্ত্রী।