ওয়েব ডেস্ক : রেড রোডে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই শপথ নিলেন তাঁর ফুল ক্যাবিনেট। ২৯ জন পূর্ণ মন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও ৮ জন রাষ্ট্রমন্ত্রী। কেউ পুরনো মুখ, কেউ নতুন। মন্ত্রিত্ব পেয়ে নিজের আবেগ, উচ্ছ্বাসকে চেপে রাখতে পারেননি অনেকেই। জানাতে ভোলেননি 'দিদির' প্রতি কৃতজ্ঞতা। কেউ কেউ আবার মনে করিয়ে দিলেন দায়িত্ব পালনের কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মন্ত্রীরা যা বললেন


রবীন্দ্রনাথ ঘোষ : "মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে যোগ্য মর্যাদা দেব। যে দায়িত্বই দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করব।"


শোভন চ্যাটার্জি : "যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। তাঁর আস্থা-ভরসার মর্যাদা রাখা দায়িত্ব।"


পার্থ চ্যাটার্জি : "বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। বেহালার মানুষের কাছে কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।"


ইন্দ্রনীল সেন : "মা-মাটি-মানুষের কাছে কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।" 


সিদ্দিকুল্লা চৌধুরী : "বাংলার মানুষের জন্য কাজ করব। বাংলার মানুষের সেবা করব। বাংলার ভবিষ্যত গড়ব।"


সুব্রত মুখার্জি : "দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। বাংলার মানুষের অনেক আশা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সবাই একসঙ্গে সেই আশা পূরণ করার চেষ্টা করব।"