ওয়েব ডেস্ক: প্যাচপ্যাচে গরমে একটু স্বস্তি। ঠান্ডা জল গলায় ঢেলে একটু আরাম। হঠাত্‍ করেই প্ল্যানিং। তারপরেই স্কটিশের ওয়াটার টিম নেমে পড়ল শহরের রাস্তায়। ৮৭ -র প্রাক্তনীদের অভিনব উদ্যোগে গলা ভেজাল ক্লান্ত শহর ক্রিকেট টিম নয়। শহরের রাস্তায় ওয়াটার টিম।রাস্তায় রাস্তায় বিলি হচ্ছে ঠান্ডা পানীয় জলের বোতল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বেহালা বিদ্যাসাগর হাসপাতালের ন্যায্যমূল্যের ডায়ালিসিস কেন্দ্রে রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ


৮৭ সালের ব্যাচ। তারপর কাজের ব্যস্ততায় হারিয়ে যাওয়া। ৪০ এর চাঁদিফাটা গরমেই হয়ে গেল ফাটাফাটি রিইউনিয়ন। তৃষ্ণার্ত পথচারিদের হাতে হাতে স্কটিশের প্রাক্তনীরা তুলে দিলেন পানীয় জলের বোতল। গরম থেকে রেহাই মেলার কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের। তারমধ্যেই ওরা এল জীবন হাতে।


আরও পড়ুন  স্রেফ ভাঁওতাবাজির জোরে কোঠারি হাসপাতালের শিখর ছুঁয়েছিল অজয় তিওয়ারি