জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউটাউন পরিত্যাক্ত বিল্ডিং-এ মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। বেশ কিছু বিষয় এখনও পুলিসকে ভাবাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যেমন মৃত যুবক অভিরূপ ব্যানার্জীর মোবাইল ফোন এখনও পাওয়া যায়নি। কোথায় গেলো তার ফোন ?


চার মাস হয়েছে সল্টলেকের নয়াপট্টিতে ভাড়া থাকছে সে। কীভাবে যাত্রাগাছির ওই পরিত্যাক্ত বিল্ডিং-এর কথা জানলো ?


পুলিসের মনে আরও প্রশ্ন সে যেখানে ভাড়া থাকতো সেখান থেকে যাত্রাগাছির ডিসটেন্স প্রায় ১৫ কিলোমিটার। সে কীভাবে ওখানে পৌঁছলো?


আরও পড়ুন: West Bengal Lok Sabha Election 2024: 'দুর্নীতি ছিল, আছে, থাকবে', প্রচারে বেরিয়ে 'অকপট' তৃণমূল নেতা!


এই সব বিষয়ে জানতে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। পুলিস সূত্রে খবর ওর এখানে কোনও বন্ধু ছিল না। একাই থাকতো।


এখন পুলিসের লক্ষ্য অভিরূপের মোবাইল খুঁজে বের করা। ইতিমধ্যেই ওই যুবকের ফোন নম্বরের কল ডিটেলস চেয়ে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোটে এবার 'ব্রাত্য' মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অফিসার!


বুধবার সকালে স্থানীয় সূত্র মারফত ইকোপার্ক থানার পুলিসের কাছে খবর আসে যাত্রাগাছি জৈব হাটের উলটোদিকে একটি পরিত্যক্ত বহুতলের নীচে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ইকোপার্ক থানা এবং টেকনোসিটি থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।


পরিত্যক্ত বহুতলের চারপাশে কোনও পাঁচিল নেই। যার জন্য যে কেউ ওই পরিত্যক্ত বহুতলে ঢুকে পড়তে পারবে। ফলে মৃতদেহ উদ্ধার ঘিরে নানাবিধ প্রশ্ন উঠছে। বাইরে থেকে ওই যুবককে খুন করে তারপর এখানে এসে ফেলে দিয়ে যাওয়া হয়েছে নাকি বহুতল আবাসনের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। সবদিক খতিয়ে দেখে তদন্ত করছে ইকোপার্ক থানার পুলিস।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)