ওয়েব ডেস্ক: নিউটাউনে সিন্ডিকেট ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূলের সাংসদ-বিধায়ক গোষ্ঠীকোন্দল। ভোটের ফল বেরোনোর পর থেকে কাকলি ঘোষ দস্তিদার অনুগামীদের অফিস ও দোকান দখলের অভিযোগ উঠল সব্যসাচী অনুগামীদের বিরুদ্ধে।


অভিযোগ, সব্যসাচী দত্তের অনুগামীরা কাকলি অনুগামী বলে পরিচিত দিলীপ ঘোষের বাড়ি ভাঙচুর করে। এমনকি কাকলি ঘোষ দস্তিদারের হোর্ডিংয়ের ওপরই জোর করে সব্যসাচীর হোর্ডিং লাগিয়ে দেওয়া হয়। আজ দিলীপ ঘোষের বাড়িতে যান কাকলি ঘোষ দস্তিদার। যদিও, গোষ্ঠীকোন্দলের কথা মানতে চান নি এলাকার সাংসদ। তবে, গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করছেন কাকলি অনুগামী বলে পরিচিত সিন্ডিকেট নেতা হাজি বাচ্চু।