কতটা মদ্যপ? মেপে দেখবে পানশালার শ্বাস পরীক্ষার যন্ত্র
মদ্যপ অবস্থায় গভীর রাতে গাড়ি চালানো ও দুর্ঘটনা রুখতে উদ্যোগ কলকাতা পুলিসের। লালবাজারে বৈঠক করা হল ৩০ টি পানশালা, রেস্তোরাঁ ও ক্লাবের মালিকের সঙ্গে। এই পানশালাগুলি প্রায়ই নির্ধারিত সময়ের পরেও বার খুলে রাখার আবেদন জানায় পুলিসের কাছে। বৈঠকে কলকাতা পুলিসের সব কর্তা উপস্থিত ছিলেন।
ওয়েব ডেস্ক : মদ্যপ অবস্থায় গভীর রাতে গাড়ি চালানো ও দুর্ঘটনা রুখতে উদ্যোগ কলকাতা পুলিসের। লালবাজারে বৈঠক করা হল ৩০ টি পানশালা, রেস্তোরাঁ ও ক্লাবের মালিকের সঙ্গে। এই পানশালাগুলি প্রায়ই নির্ধারিত সময়ের পরেও বার খুলে রাখার আবেদন জানায় পুলিসের কাছে। বৈঠকে কলকাতা পুলিসের সব কর্তা উপস্থিত ছিলেন।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও দুর্ঘটনা রুখতে পানশালায় শ্বাস পরীক্ষার যন্ত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিসের পরামর্শ, কেউ গাড়ি চালানোর উপযুক্ত কি না, তা পানশালা ছাড়ার আগেই দেখা হবে। দরকারে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাড়ি পৌছে দিতে পানশালায় অতিরিক্ত ড্রাইভার রাখতে হবে। কিংবা ওলা, উবেরের মতো রেডিও ক্যাব ডেকে তাঁদের বাড়ি পৌছে দিতে হবে।