গভীর সমুদ্রবন্দর, জাতীয় সড়ক, গ্যাস লাইন তৈরি সহ একাধিক ক্ষেত্রে রাজ্যে প্রায় সাড়ে ৩১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্র। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ি। বাংলার অনুন্নয়ন নিয়ে ধর্মতলার মঞ্চে ক্ষোভ উগরে দিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। তার কয়েক ঘণ্টা পরেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই জানিয়ে দিলেন, রাজ্যের উন্নয়নের জন্য সবরকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র। শালুকখালিতে দীর্ঘদিন আটকে থাকা গভীর সমুদ্রবন্দর তৈরিতে এবার রাজ্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানালেন গড়কড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হল্যান্ড এবং বেলজিয়ামের ধাঁচে জলের তলায় টানেল সিস্টেম চালু করে সমুদ্রবন্দরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যে পড়ে থাকা জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য সাত হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন তিনি। জমি অধিগ্রহণ করতে পারলে নতুন জাতীয় সড়ক তৈরির জন্য আরও দশ হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দেন গড়কড়ি।


আরও বেশ কিছু ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের আশ্বাস দিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী।