নিজস্ব প্রতিবেদন: দিন দিন মানুষের হাতে কমছে সময়। ঘরে বাইরে সারাদিনের কর্মব্যস্ততার জালে আবদ্ধ তারা। বাড়িতে বসে সারাদিনের একাকিত্ব থেকে কিছুটা স্বস্তি দিতে নিউটাউন এনকেডিএ-র তরফ থেকে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউটাউনে তৈরী করা হচ্ছে হ্যাঙ্গ আউট জোন বা আড্ডা জোন। থাকছে বাচ্চাদের খেলা এবং ছোট রাইডের ব্যবস্থা। তারই কাজ প্রায় শেষের দিকে। শুধু অপেক্ষা উদ্বোধনের।


কোথায় হচ্ছে এই আড্ডা জোন ?


নিউটাউন বাস স্ট্যান্ড থেকে বিশ্ববাংলা গেটের দিকে কিছুটা এগোলেই পাওয়া যায় ঘড়ি টাওয়ার। সেই ঘড়ি টাওয়ারের সমানের রাস্তার একটি লেন বন্ধ করে তৈরী হয়েছে এই হ্যাঙ্গ আউট জোন।


কী কী থাকছে সেখানে ?


এখানে থাকছে সারাদিনের কর্মব্যস্ততার পরে একটু আনন্দ উপভোগ করার ব্যবস্থা। বসে গল্প করার জন্য থাকছে বসার জায়গা। থাকছে গান বাজনার ব্যবস্থা, খাওয়া দাওয়া এবং বাচ্চাদের জন্য খেলার জায়গা। একইসঙ্গে থাকছে ছোট ছোট রাইড। সন্ধ্যের পর বয়স্ক নিউটাউনবাসী এসে এখানে বসে আড্ডা ও গান উপভোগ করতে পারবেন বলে জানা গেছে।


আরও পড়ুন: Paresh Adhikari: মন্ত্রীকন্যার নাম তালিকায়, তাই তৈরি শূন্যপদ! সিবিআই-এর হাতে নথি তুলে দিলেন ববিতা সরকার


বন্ধ রাস্তায় থাকচ্ছে রং দিয়ে নানা কারুশিল্প। এটি তৈরি হওয়াতে খুব খুশি নিউটাউনের বাসিন্দারা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)