নিজস্ব প্রতিবেদন:  থানায় তিন ঘণ্টার অপেক্ষা। বাধ্য হয়ে এমআর বাঙুর হাসপাতালের দিকে হাঁটতে শুরু করলেন করোনা রোগী। অবশেষে মাঝ পথে মিলল অ্যাম্বুল্যান্স।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার আক্রান্ত হন বঙ্গবাসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহ রেজা আলম। গড়ফার ভাড়া থাকেন।  তিনি হাসপাতালে ভর্তির জন্য স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেন বলে তাঁর সহপাঠীর দাবি। সাড়া না পেয়ে যাদবপুর থানায় আসেন তিনি এবং তাঁর পরিচিত কিঙ্কিনী।

কিঙ্কিনী জানান, সন্ধ্যে সাতটা নাগাদ তাঁরা থানায় আসেন। সব কিছু বলার পরেও কোনও কাজ হয়নি। এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয়। শেষে বাধ্য হয়ে এমআর বাঙুরের দিকে হাঁটা শুরু করেন।

আরও পড়ুন: ৭ জেলার সভাপতি বদল, 'দলের ঊর্ধ্বে কেউ নয়,' কড়া বার্তা তৃণমূল নেত্রীর

তিনি জানান, থানা থেকে সাউথ সিটি পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলেন। পরে আবার যাদবপুর মেইন হোস্টেলের সামনে চলে আসেন। রাত ১০.৩০ নাগাদ অ্যাম্বুল্যান্স পান। তারপর হাসপাতালে ভর্তি করা হয়। ততক্ষণ রাস্তাতেই ছিলেন।