নিজস্ব প্রতিবেদন: বকেয়া ট্রাফিক ফাইন আদায়ে ছাড় ঘোষণা করল কলকাতা পুলিস। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রাজীব কুমার জানিয়েছেন, বকেয়া ফাইন আদায়ে ১ ডিসেম্বর থেকে বিশেষ প্রকল্প চালু করতে চলেছে কলকাতা পুলিস। এই প্রকল্পের অধীনে বকেয়া জরিমানার ৩৫ শতাংশ চোকালেই ছাড় মিলবে। আড়াই মাস এই প্রকল্পের সুবিধা নিয়ে বয়েকা ফাইন মেটাতে পারেন গাড়ি মালিকরা। 


ইভিএম নিয়ে কমিশনকে তোপ, বলরামপুরে বিজেপিকেও বিঁধলেন মমতা


একইসঙ্গে এদিন পুলিস কমিশনার জানান, কোনও গাড়ির ক্ষেত্রে কোনও জরিমানা বকেয়া থাকলে আর পলিউশন সার্টিফিকেট পাবে না সেই গাড়ি। পলিউশন সার্টিফিকেট করতে গেলে গাড়ির নম্বর যন্ত্রে দিলেই ফুটে উঠবে বকেয়া রয়েছে জরিমানা। 


সঙ্গে পুলিস কমিশনার জানিয়েছেন, এবার থেকে অনলাইনে জানা যাবে জরিমানার পরিমান। অনলাইনেই মেটানো যাবে বকেয়া জরিমানা। 


কলকাতার পুলিস কমিশনারের দাবি, মোটা টাকা জরিমানা বকেয়া রয়েছে। তা আদায়ে এবার জোর দেবে পুলিস।