ওয়েব ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল উদ্ধার করতে চায় রাজ্য। নোবেল কাণ্ডে তদন্তের দায়িত্ব চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছেন স্বরাষ্ট্রসচিব মলয় দে। নবান্নে একথা জানিয়েছেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। 


'আমিই খুঁজে বের করে দিতে পারি রবীন্দ্রনাথের নোবেল!'


কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরকে পাঠানো ওই চিঠিতে সিবিআইয়ের হাত থেকে রাজ্যের হাতে নোবেল চুরির তদন্তভার দেওয়ার অনুরোধ করা হবে। সিবিআই তদন্ত যতদূর এগিয়েছে সেই সংক্রান্ত নথিও চাইবে রাজ্য। বৃহস্পতিবারই শান্তিনিকেতনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের হাতে দায়িত্ব থাকলে নোবেল খুঁজে বের করতেন। তার আগেই অবশ্য গত ডিসেম্বরে একই দাবিতে কেন্দ্রে চিঠি পাঠানো হয়। যদিও দিল্লি থেকে সেবার কোনও উত্তর আসেনি।