'আমিই খুঁজে বের করে দিতে পারি রবীন্দ্রনাথের নোবেল!'

রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্তভারভার পেলে  চুরি যাওয়া পদক  খুঁজে বের করতেন। বিশ্বভারতীতে  বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেল তদন্তে সিবিআইয়ের ভূমিকার কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

Updated By: Aug 4, 2016, 10:52 PM IST
'আমিই খুঁজে বের করে দিতে পারি রবীন্দ্রনাথের নোবেল!'

ওয়েব ডেস্ক : রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্তভারভার পেলে  চুরি যাওয়া পদক  খুঁজে বের করতেন। বিশ্বভারতীতে  বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোবেল তদন্তে সিবিআইয়ের ভূমিকার কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- দলে বিরোধ মেটাতে এবার নতুন উদ্যোগ মমতার

২৫ মার্চ, ২০০৪। বাংলার ইতিহাসে কালো দিন। বিশ্বভারতীর বিচিত্রা ভবন থেকে চুরি যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক। উদ্ধারের ভার পড়ে সিবিআইয়ের কাঁধে। কিন্তু, তারপর থেকে কেটে গেছে এক যুগ। তবুও উদ্ধার করা যায়নি নোবেল। তদন্ত আজও চলছে। বৃহস্পতিবার বিশ্বভারতীতে গিয়ে সেই প্রসঙ্গই টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পরও সিবিআই নোবেল পদক উদ্ধার করতে না পারায় ক্ষোভ উগরে দিলেন তিনি। আরও একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নোবেল তদন্তের ভার পেলে চুরি যাওয়া পদক খুঁজে বের করতেন।  প্রশাসনিক বৈঠকে বীরভূমে মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে  এদিন বিশ্বভারতীতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।  মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয় নিয়ে দরবার করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

.