পরিস্থিতি অনুকূল, সন্ধ্যা ভিজতে পারে কালবৈশাখীতে
বিহারের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তের জেরে বাড়ছে আর্দ্রতা। যার ফলে অস্বস্তির গরম থাকছেই। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।
ওয়েব ডেস্ক : বিহারের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তের জেরে বাড়ছে আর্দ্রতা। যার ফলে অস্বস্তির গরম থাকছেই। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।
তবে কিছুটা স্বস্তির বার্তাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বিকেল গড়িয়ে সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বোঝা যাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতখানি রয়েছে।
আরও পড়ুন, ফের চিকিত্সায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ শহরের নামী নার্সিংহোমের বিরুদ্ধে
আরও পড়ুন, বারুইপুরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে হামলা, বোমাবাজি