ওয়েব ডেস্ক: স্বাস্থ্য ইস্যুতে সতর্ক অ্যাপোলো হাসপাতাল। কর্তৃপক্ষের তরফে জানানো হল, চিকিত্সাস পরিষেবা নিয়ে যে সমস্ত অভিযোগের কথা মুখ্যমন্ত্রী তুলেছেন, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে হাসপাতালও। এজন্য বিশিষ্ট ডাক্তারদের নিয়ে গড়া হয়েছে অ্যাডভাইসরি কমিটি। অর্থাত্‍, তাঁদের হাসপাতালের সেবার মান যে কমেছে এবং মুখ্যমন্ত্রী যেসব অভিযোগের কথা তাঁদের বুঝিয়ে বলেছেন, সেটা একরকম স্বীকারই করে নিল হাসপাতাল কতৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চিত্পুরে আইনজীবীর কাছ থেকে উদ্ধার ৬৪ লক্ষ টাকার পুরনো নোট


তাঁদের তদন্তে যা উঠে আসবে, তার ভিত্তিতে কঠোর ব্যবস্থারও আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগের পাশেই রয়েছে অ্যাপোলো, বার্তা দেওয়া হয়েছে হাসপাতালের তরফে।


আরও পড়ুন চড়া ফি ও ডোনেশন নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া