চিত্পুরে আইনজীবীর কাছ থেকে উদ্ধার ৬৪ লক্ষ টাকার পুরনো নোট

পুরনো নোট জমা দেওয়ার তারিখ চলে গিয়েছে আগেই। চিত্পুরে এক আইনজীবীর কাছ থেকে উদ্ধার হল ৬৪ লক্ষ টাকার পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। গতকাল রাতে পুলিস একটি গাড়ি বাজেয়াপ্ত করে। ওই গাড়ি থেকেই উদ্ধার হয় এত টাকার পুরোনো টাকা। পুলিস চন্দক চক্রবর্তী নামে ওই আইনজীবীকে আটক করেছে।

Updated By: Mar 4, 2017, 09:33 AM IST
চিত্পুরে আইনজীবীর কাছ থেকে উদ্ধার ৬৪ লক্ষ টাকার পুরনো নোট

ওয়েব ডেস্ক: পুরনো নোট জমা দেওয়ার তারিখ চলে গিয়েছে আগেই। চিত্পুরে এক আইনজীবীর কাছ থেকে উদ্ধার হল ৬৪ লক্ষ টাকার পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। গতকাল রাতে পুলিস একটি গাড়ি বাজেয়াপ্ত করে। ওই গাড়ি থেকেই উদ্ধার হয় এত টাকার পুরোনো টাকা। পুলিস চন্দক চক্রবর্তী নামে ওই আইনজীবীকে আটক করেছে।

আরও পড়ুন চড়া ফি ও ডোনেশন নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া

যদিও তার আইনজীবীর দাবি, তাঁর কাছে বৈধ কাগজ পত্র রয়েছে। অবশ্য রাত পর্যন্ত তিনি কোনও কাগজই দেখাতে পারেননি তদন্তকারী অফিসারদের। কোথা থেকে তিনি এত টাকার পুরনো নোট পেলেন, সেটাই এখন তদন্ত করে দেখছে পুলিস।

আরও পড়ুন  SSC-র ফলপ্রকাশে জটিলতা কাটল?

.