ওয়েব ডেস্ক : চিকিত্সায় গাফিলতির অভিযোগে এ পর্যন্ত সব থেকে বেশি ক্ষতিপূরণ পেয়েছেন প্রবাসী ডাক্তার কুণাল সাহা। চিকিত্সার গাফিলতিতে স্ত্রীর মৃত্যুর বিচার চেয়ে টানা ১৫ বছর আইনি লড়াইয়ের পর শীর্ষ আদালতের থেকে বিচার মেলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পোস্তা উড়ালপুল কাণ্ডে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট তদন্ত কমিটির


১৯৯৮-এ দেশে এসে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী অনুরাধা সাহা। চিকিত্সায় গাফিলতির অভিযোগ এনে ৪ চিকিত্সক ও আমরি হাসপাতালের বিরুদ্ধে মামলা করেন স্বামী চিকিত্সক কুণাল সাহা। ১৫ বছর পর সেই মামলায় যুগান্তকারী রায় দেয় দেশের শীর্ষ আদালত। কলকাতার আমরি হাসপাতাল ও তিন চিকিত্সককে ৫ কোটি ৯৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। চিকিত্সক সুকুমার মুখোপাধ্যায় ও বলরাম প্রসাদকে ১০লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। আরেক চিকিত্সক বৈদ্যনাথ হালদারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলে শীর্ষ আদালত।