নিজস্ব প্রতিবেদন : ফের পিছল টালা ব্রিজ ভাঙার  দিন। এবার লেভেল ক্রসিং তৈরি না হওয়ায় জের। ৩১ জানুয়ারি মধ্যরাত থেকে বন্ধ ফ্লাইওভার। পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু  হবে ব্রিজ ভাঙার কাজ। ভাঙার কাজ শুরু হবে শ্যামবাজারের দিক থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন ফের পিছল দিন? সূত্রের খবর, সময়মতো লেভেল ক্রসিং তৈরি না হওয়াতেই ভাঙার দিন পিছোতে হয়। নিজেদের অংশ ভাঙার জন্য চার কোটি টাকা বরাদ্দ করেছে পূর্ত দফতর। রেলের অংশ ভাঙার জন্য টেন্ডার ডাকা হয়েছে। তিন-চার দিনের মধ্যে ওই টেন্ডার খোলা হবে। পুরো ব্রিজ ভেঙে ফেলতে সময় লাগবে দু' থেকে আড়াই মাস। নবান্ন সূত্রে খবর, এপ্রিলের মাঝামাঝি নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হবে।


এর আগে একতরফা ভাবে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিয়ে নেয় রাজ্য সরকার। প্রথমে ঠিক হয়, ১৮ জানুয়ারি থেকে টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। ৮০০ মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে খরচ হবে প্রায় ৩০ কোটি টাকা।


আরও পড়ুন - সাইকেল নিয়ে শুরু, অতীতে ফিরেও দিলীপের শঙ্খনাদ, আসছি একুশে