ওয়েব ডেস্ক: বিপর্যয়ের বছর পার। অথচ এখনও ঝুলে বিচারপর্ব। নির্মাণকারী সংস্থার ১০ জন সহ ২ কেএমডিএ কর্তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়লেও, এখনও চার্জ গঠন হয়নি। বাকি ৪ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটই পেশ করতে পারেনি পুলিস। জামিনে মুক্ত অভিযুক্ত ১৬ জনই। অভিযোগ উঠছে পুলিসি গাফিলতির। এখনও বিচারের অপেক্ষায় দিন গুনছেন দুর্ঘটনায় মৃত ২৪ জনের পরিবার। ২৯ জুলাই মামলার পরবর্তী শুনানি। সূত্রের খবর, ওই দিনই তদন্ত শেষ করে চূড়ান্ত চার্জশিট পেশ করার চেষ্টা করবেন তদন্তকারীরা।


টানা ৯ ঘণ্টা পর অবশেষে SSKM মেডিক্যাল কলেজে নার্সদের বিক্ষোভ উঠে গেল


ঘুণ ধরা ঝুরঝুরে কাঠের মতো উড়ালপুলের লোহার খাঁচা। আর তার নীচ দিয়ে বয়ে চলেছে ব্যস্ত সময়। ব্যস্ত ট্রাফিক। ট্যাক্সিস্ট্যান্ড। শহর একটু কেঁপে উঠলেই ফের একবার ঘনিয়ে আসতে পারে বিপর্যয়।


কী অবস্থায় রয়েছে এখন পোস্তা উড়ালপুল? ঘুরে দেখল ২৪ ঘণ্টা