অয়ন ঘোষাল: পেঁয়াজে হাত দেওয়া দায়। অন্যান্য সবজির পাশাপাশি ক্রমশ কুলীন হয়েছে পেঁয়াজ। কোথাও কোথাও পেঁয়াজের দাম একশো টাকাও ছুঁয়েছে। তবে এবার দাম কমতে পারে পেঁয়াজের। তেমনই আশার কথা শোনাল  টাস্ক ফোর্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাবা সিদ্দিকিকে গুলি করার পর হাসপাতাল পর্যন্ত কেন গিয়েছিল শ্যুটার শিব! জেরায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য


মূলত মহারাষ্ট্রের নাসিক থেকে আসা পেঁয়াজের ওপর অতি নির্ভরশীলতা এতদিন শহরের বাজারে পিঁয়াজের দাম ঊর্ধ্বমুখী করে তুলছিল। তার ওপর দীপাবলি উপলক্ষ্যে নাসিক পেঁয়াজ মান্ডিতে ৭ দিন কৃষকরা পেয়াজ দেননি। দীপাবলি মিটতেই এসে যায় ছট পুজো। ফলে দেশের অন্যান্য রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান থেকে পেঁয়াজের ট্রাক আসার কথা থাকলেও বিভিন্ন ম্যান্ডিতে কাজ করা শ্রমিকরা তখন ছুটিতে ছিলেন। সবকিছুর যোগফলে কলকাতায় পিঁয়াজের দাম ৯০ টাকা ছুঁয়ে ফেলেছিল এই উইক এন্ডে।


চলতি সপ্তাহে অন্ধ্রপ্রদেশের পেঁয়াজ চুকেছে রাজ্যে। রাজস্থানের আলোয়ার থেকেও প্রচুর পেঁয়াজ ঢুকে যাবে শনিবারের আগেই। সেই পেঁয়াজের দাম পাইকারি বাজারে ৪৫ থেকে ৫৫ টাকার মধ্যেই থাকবে। যারা বেশি দাম দিয়ে নাসিকের পেঁয়াজ খেতে চান তারা খাবেন। কিন্তু যাদের সেই দাম দেওয়ার ক্ষমতা নেই তারা এই সপ্তাহের শেষেই বাজারে ৫০ থেকে ৬০ টাকায় পিয়াজ পাবেন।


প্রতিটি বাজারকে সমস্ত রকমের পিঁয়াজের স্টক রাখতে বলা হয়েছে। বাজারে যাতে শুধুমাত্র একতরফা নাসিক পেঁয়াজ রেখে মধ্যবিত্ত নিম্নবিত্ত ক্রেতাকে বিপাকে ফেলা না হয় পুলিসকে সেই বিষয়ে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। আজ বেলেঘাটা কাঁকুড়গাছি এলাকার কিছু বাজারে অভিযান চালিয়ে এই কথা জানান এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)