নিজস্ব প্রতিবেদন: পুজোর মরশুম শুরুর কিছুটা আগে থেকেই দেশজুড়ে বাড়তে শুরু করেছিল পেঁয়াজের দাম। এবার মহার্ঘ পেঁয়াজ। শহরের সমস্ত বাজারেই পেঁয়াজের দাম আশি টাকা ছুঁয়েছে। দিল্লিতে খুচরো বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



গতবছরও হয়ত আপনি পেঁয়াজ কিনেছিলেন ১০-২০ টাকায়, আর আপেল কিনেছিলেন ৭০ টাকায়। কিন্তু এবার উলটপুরাণ। শহরের সমস্ত বাজারেই পেঁয়াজের দাম ৮০ টাকা ছুঁয়েছে। আর সেখানে আপেল বিকোচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। রাজধানী দিল্লিতে তো খুচরো বাজারে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।


কিন্ত হঠাত এক মাসের মধ্যে কেন চারগুণ দাম বাড়ল পেঁয়াজের? নাসিকের বর্ষাকে দায়ি করেছেন বিশেষজ্ঞরা। বর্ষা দেরিতে আসায় পেঁয়াজ চাষে এমনিতেই দেরি হয়েছে। যার জেরে উত্পাদন কমেছে প্রায় চল্লিশ শতাংশ। এছাড়াও একাধিক রাজ্যে বন্যায় নষ্ট হয়েছে প্রচুর ফসল। ফলে চাহিদার তুলনায় যোগান কমেছে অনেকটাই। সেকারণেই দাম ঊর্ধমুখী।


আরও পড়ুন - শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বুলবুল


দাম কবে কমবে? প্রশ্নের উত্তরে টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, নতুন পেঁয়াজ না এলে দাম কমা সম্ভব নয়। তবে আগামী মাসে দাম কিছুটা হলেও আয়ত্ত্বে আসতে পারে। এদিকে সুফলা বাংলায় পেঁয়াজের দাম ৫৫ টাকা প্রতি কেজি। তবে বাজারে আসতেই তা মুহূর্তে সব শেষ। ফলে লাইনে দাঁড়িয়েও লাভ হয়নি ক্রেতাদের।