নিজস্ব প্রতিবেদন: নামজাদা অনলাইন ই-কমার্স সংস্থার নাম করে দীর্ঘদিন ধরেই চলছিল প্রতারণা চক্র। ক্রেতাদের থেকে হাতানো হচ্ছিল লক্ষাধিক টাকা। অবশেষে শনিবার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কিছুদিন আগে অ্যান্ড্রু এন্থনি নামে ওই ই-কমার্স সংস্থার এক আধিকারিক ইমেল মারফত লালবাজারে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ করেন, ভুয়ো নম্বর থেকে ফোন যাচ্ছে উপভোক্তাদের কাছে। সংস্থার নাম করে লাকি প্রাইজের টোপ দিয়ে প্রতারকরা কাস্টমারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত জেনে নিচ্ছেন তাঁরা। এভাবেই দিনের পর দিন চলছে কারবার।


আরও পড়ুন: "সময় দিন, দিলীপ ঘোষ মাইনে বাড়িয়ে দেবেন" প্রাথমিক শিক্ষকদের পরামর্শ পার্থর


এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। বাইপাস  ধাবার সামনে থেকে গ্রেফতার হয় গুলারাজ আহমেদ নামে এক ব্যক্তি। জেরা করে খোঁজ মেলে বাকিদের। মহম্মদ সাদিক নামে এক ব্য়ক্তিকে আটক করা হয় কেষ্টপুর থেকে। তাঁদের কাছ থেকে সংস্থার নকল লোগো, কাস্টমার ডেটাবেস, হার্ড ডিস্ক, কম্পিউটর-সহ একাধিক নথি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান সংস্থার সাইট হ্যাক করেই ক্রেতাদের বিস্তারিত বিবরণ পেয়েছিল অভিযুক্তরা।