ওয়েব ডেস্ক: PAC বিতর্কে ক্রমশই কোণঠাসা মানস ভুঁইয়া। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথেই হাঁটতে চলেছে কংগ্রেস। 


শেষ মুহূর্তে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের বদলে শনিবার বসছে কংগ্রেসের বর্ধিত কমিটির বৈঠক। ফলে এই বৈঠকের গুরুত্ব কয়েকগুণ বেড়ে গেল। পরিষদীয় দলের বৈঠকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটুকু বাধা থাকত, বর্ধিত কমিটির বৈঠকে সেই বাধা থাকছে না। ফলে সবংয়ের বিধায়কের বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্তই অপেক্ষা করছে, তা একপ্রকার নিশ্চিত। শনিবারের বৈঠকে থাকছেন সব প্রাক্তন সাংসদ। থাকবেন প্রাক্তন জেলা সভাপতিরাও। কংগ্রেসের সহ সভাপতি ও সাধারণ সম্পাদকরাও থাকবেন এই বৈঠকে। তবে তাঁর অনুগামীদের এই বৈঠকে ডাকা হয়নি বলে ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন মানস ভুঁইয়া।