অয়ন ঘোষাল: গ্রামের ভোট। শহরের সাতটি পয়েন্টে টার্গেট ধরে প্রচারে বামফ্রন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তখনও দিনের আলো ফোটেনি। কলকাতার সাতটি পয়েন্টে পৌছে গেলেন সিপিএম-এর কলকাতা জেলা কমিটির সদস্যরা। সঙ্গে মাইক লাগানো অটো, দলীয় পতাকা এবং লিফলেট।


টার্গেট, দৈনন্দিন কাজের জন্য জেলা, মফস্বল এবং শহরতলি থেকে কলকাতায় পা রাখা লক্ষাধিক মানুষ। যাদের মধ্যে পাঁচ শতাংশ, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের ভোটার। এরা সারাদিন বাড়িতে থাকেন না। কাকভোরে বেরিয়ে পড়েন কলকাতার উদ্দেশ্যে। কেউ গৃহকর্মী, কেউ দিন মজুর, কেউ মোটবাহক, কেউ বা রাজমিস্ত্রি।


আরও পড়ুন: Exclusive: 'কাঙ্খিত প্রস্তাব নয়', ৩ বছরের ডাক্তারি কোর্সে সায় নেই বিশেষজ্ঞ কমিটির


তাই গ্রামে প্রচার করলে, সেই আলো এদের কাছে পৌছায় না। তাই টার্গেট শহরতলির ৭ টি রেল স্টেশন। শিয়ালদহ, উল্টোডাঙা, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর এবং দমদম। ভোর থেকেই শুরু হয়ে যায় মাইকিং। বামফ্রন্ট বা তার সহযোগি আইএসএফ অথবা কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানানো হয় এই প্রচারে।


আরও পড়ুন: Kolkata Death: সাঁতার না জানা সত্ত্বেও নদীতে? পিকনিক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ২ বন্ধুর


৩০ জুন আবার একই কায়দায় প্রচার হবে। সেদিন প্রাধান্য দেওয়া হবে উত্তর শহরতলির রেল স্টেশন গুলিকে। আর একদিন ছাড়া একদিন শহরের কানেক্টিং ফেরি ঘাট গুলিতেও টার্গেট ভোটারদের কথা মাথায় রেখে চলবে প্রচার।


গ্রামের ভোটের প্রচার শহরে এই প্রথম। প্রসঙ্গত, শাসক দল তৃণমূল কংগ্রেস এই একই কায়দায় সম্প্রতি শিয়ালদহ স্টেশনে প্রচার চালিয়েছে। বাদ নেই হাওড়াও। সেই অভিনব প্রচারের আঙিনায় এবার বামেরাও।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)