নিজস্ব প্রতিনিধি : সময়েই হচ্ছে পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবার সংরক্ষণ তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২৯ নভেম্বরের মধ্যে কারও কোন অভিযোগ থাকলে তা জানাতে হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মশারির ভিতর বিধানসভা! ডেঙ্গি ইস্যুতে পরিকল্পনা বিরোধীদের


এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ভোট এগিয়ে এনে ফ্রেরুয়ারিতে করার কথা ভাবা হয়। আইন অনুযায়ী সংরক্ষণ তালিকা প্রকাশের ১২০ দিন পর ভোট করা যায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেভাবে প্রস্তুতি নিয়েছিল তাতে মার্চে ভোট হওয়া সম্ভব ছিল। কিন্ত, সেসময় পরীক্ষা চলবে। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে জানানো হয় পুরনো বোর্ডগুলির অধিকাংশেরই মেয়াদ শেষ হচ্ছে আগামী জুলাই মাসে। ফলে আগে ভোট হলে বোর্ডগুলির মেয়াদ শেষ না হওয়ায় নতুন জটিলতা দেখা দিতে পারে। সূত্রের খবর, সংরক্ষণ তালিকা প্রকাশের পর আগামী মে-জুনেই পঞ্চায়েত ভোট হবে বলে কমিশন প্রস্তুতি নিচ্ছে।