অভিভাবকদের বিক্ষোভে অফিস টাইমে অচল পার্কস্ট্রিট
সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে অচল হল পার্কস্ট্রিট । কারণ অভিভাবকদের বিক্ষোভ । বেসরকারি স্কুলে অনায্যভাবে ফি বৃদ্ধির অভিযোগ তুলে আজ পথ অবরোধ করেন অভিভাবকরা। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ম্যাগমা হাউসের সামনে দিয়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। গাড়ি অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেয় পুলিস ।
ওয়েব ডেস্ক: সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে অচল হল পার্কস্ট্রিট । কারণ অভিভাবকদের বিক্ষোভ । বেসরকারি স্কুলে অনায্যভাবে ফি বৃদ্ধির অভিযোগ তুলে আজ পথ অবরোধ করেন অভিভাবকরা। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ম্যাগমা হাউসের সামনে দিয়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। গাড়ি অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেয় পুলিস ।
আরও পড়ুন মালদায় রান্নার গ্যাস বাড়ন্ত, অথচ সেই গ্যাসই সিলিন্ডার পৌঁছে যাচ্ছে হোটেল-রেস্তোরাঁয়
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে জনমানসে অসন্তোষ ছড়িয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার মরশুম শেষ হলে স্কুল -কলেজগুলির প্রতিনিধিদের সঙ্গে বসবেন।
আরও পড়ুন ত্রিশক্তি আর্থিক চুক্তি ইস্যুতে আইসিসিকে ধাক্কা দিতে মরিয়া বিসিসিআই