নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্রভারতীর জট কাটাতে উদ্যোগী শিক্ষামন্ত্রী। সবপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। উপাচার্যের সঙ্গেও আলাদা করে কথা বলেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অধ্যাপিকা অসম্মানিত হলে দুঃখপ্রকাশ জরুরি। কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোষ করলে কেউ ছাড় পাবে না।” রবীন্দ্রভারতীতে অধ্যাপিকা হেনস্থার ঘটনায় মন্তব্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তিনি বলেন, “বাংলার সংস্কৃতি, ঐতিহ্যের কথা মাথায় রাখা উচিত। ছাত্র শিক্ষক ভুল বোঝাবুঝি অভিপ্রেত নয়। কেউ অসম্মান করলে মানা হবে না। উপস্থিতি নিয়ে শিথিলতা বরদাস্ত নয়। শিক্ষকদের নিয়মিত ক্লাস নিতে হবে। এবিষয়ে সবাই একমত হয়েছেন। ”


ডাক্তারদের নিরাপত্তায় স্বাস্থ্যে নোডাস অফিসার হলেন ডিসি কমব্যাট নভিন্দর সিং


রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে নিগ্রহের প্রতিবাদে বিভাগীয় পদ থেকে ইস্তফা দিলেন ৪ বিভাগীয় প্রধান। কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানকে হেনস্তার অভিযোগ ওঠে ছাত্র সংগঠনের বিরুদ্ধে। সূত্রের খবর, জাতি বিদ্বেষ থেকেই এই আক্রমণ করা হয়েছিল তাঁকে। জাত-পাত নিয়ে কটূক্তির শিকার হন ওই অধ্যাপিকা।ঘটনা প্রকাশ্যে আসতেই বিভাগীয় পদ থেকে সরে এসেছেন চারজন। এরপরই জট কাটাতে ময়দানে নামেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।