নিজস্ব প্রতিবেদন: মাধ্যমিক পরীক্ষায় ফের প্রশ্নপত্রের 'নিরাপত্তা' নিয়ে জেরবার শিক্ষা দফতর। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপরে কড়া নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কিছু, বৃহস্পতিবার এহেন অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়,''মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে না হয়, সে জন্য পরিকল্পনা করে ব্যাহত করার চেষ্টা করছে কিছু লোক।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেন শিক্ষামন্ত্রী। বলেন,''মাধ্যমিক চলাকালীন অশান্তি তৈরির চেষ্টা চলছে। গত দুদিনে কোথাও কোথাও দেখা গিয়েছে, প্রশ্নপত্রকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। সবটাই উদ্দেশ্যপ্রণোদিত।''


পরীক্ষায় কোনওরকম শিথিলতা সরকার বরদাস্ত করছে না বলেও দাবি করেন পার্থবাবু। তাঁর কথায়,''এখনও পর্যন্ত মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের বিধি মেনে শাস্তি দেওয়া হবে। ভুয়ো রোল নম্বর নিয়ে পরীক্ষায় বসছে, এমন ছাত্রদেরও ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।'' অভিভাবকদের শিক্ষামন্ত্রীর বার্তা, কঠোরতম শাস্তি দেওয়া হবে অশান্তি সৃষ্টিকারীদের।


এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। দিন কয়েক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যপাল। ঘণ্টাখানেক দুজনের মধ্যে চলে আলোচনা। শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রাজভবন।


আরও পড়ুন- মেলালেন মমতা, যাদবপুরে ফলপ্রকাশের পর এক সুর SFI-ABVP-র