একটা পাতা পড়লে বটগাছের কি কিছু আসে যায়? : Partha
`এতদিন থাকলেন... আর আজ তাঁরা হঠাত সাধু হওয়ার চেষ্টা করছেন! কেন?`
নিজস্ব প্রতিবেদন : 'একটা পাতা পড়লে বটগাছের কি কিছু আসে যায়?' মঙ্গলবার বিকালে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে দলত্য়াগী নেতাদের এভাবে কটাক্ষ করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। 'ঝরা পাতা' সঙ্গে তুলনা করলেন দলত্যাগী নেতাদের।
একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আরও বলেন, "যাঁরা তৃণমূল (TMC) ছেড়ে গিয়েছেন, তাঁরা বাংলার উন্নয়নকে অবজ্ঞা করে গিয়েছেন। অনেকেই আসবে, যাবে।" এরপরই শ্লেষের সঙ্গে তাঁর প্রশ্ন, "একটা পাতা পড়লে বটগাছের কি কিছু আসে যায়?" রাজ্যে আসন্ন বিধানসভা ভোট। এদিকে বিগত কয়েক মাস ধরেই রাজ্যে দলবদলের হিড়িক চলছে। একে একে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) গিয়েছেন শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্ত, সুনীল মন্ডল, রাজীব বন্দ্যোপাধ্য়ায়, বৈশালি ডালমিয়া, রথীন চক্রবর্তী প্রমুখ। গতকাল তৃণমূল ত্যাগের পর আজ বিজেপিতে যোগ দিয়েছেন ডায়মন্ড হারবার বিধায়ক দীপক হালদারও। অন্যদিকে, আজ আবার তৃণমূলে যোগ দিলেন চা-শ্রমিক নেতা অলোক চক্রবর্তী, আদিবাসী নেত্রী জ্যোতি তিরকে।
এখন, তৃণমূল (TMC) ত্যাগী প্রত্যেক নেতৃত্ব-ই বিজেপিতে যোগ দিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন ঘাসফুল শিবিরের উদ্দেশে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে যেমন 'তোলাবাজ ভাইপো' বলে আক্রমণ করেছেন, তেমনই তৃণমূলকে 'প্রাইভেট লিমিটেড কোম্পানি' বলেও কটাক্ষ করেছেন। এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee) পাল্টা কটাক্ষে বিঁধলেন তাঁদের। বললেন, "এখন নির্বাচন দোরগোড়ায়। এতদিন থাকলেন... আর আজ তাঁরা হঠাত সাধু হওয়ার চেষ্টা করছেন! কেন?" পাশাপাশি, কটাক্ষ করেন বিজেপি (BJP) রথযাত্রা কর্মসূচিকেও। বলেন, "এরকম রথযাত্রা আগেও দেখেছি। স্বপ্নপূরণ হবে না।"
উল্লেখ্য, আজ দুপুরে বেহালায় তৃণমূলের রোড শোয়ে অংশ নেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। বেহালার অজন্তা সিনেমা হল থেকে শুরু হয় রোড শো। জেমস লং সরণি সুদীর্ঘ মিছিল শেষ হয় ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ডে। বিকালে শোভন-বৈশাখীর নেতৃত্বে বেহালাতেই পাল্টা রোড শো করছে বিজেপি। বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে সেই ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ড পর্যন্ত-ই যাবে শোভন-বৈশাখীর মিছিল। যদিও তাঁকে আমল দিতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়। শ্লেষের সঙ্গে বললেন,"ঘর সামলান আগে শোভন, পরে বিধানসভা।"
আরও পড়ুন, ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে স্কুল, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস : Partha