পিয়ালি মিত্র: দিনভর বিস্ফোরক পার্থ। আদালতে ঢোকার সময়ও যেমন বোমা ফাটালেন। তোপ দাগলেন। তেমনই বিচারকের সামনে দরবারেও বিস্ফোরক পার্থ চট্টোপাধ্য়ায়। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময়ও ফের একবার বোমা ফাটালেন। স্পষ্ট জানালেন, 'দলের সঙ্গেই আছি আছি আছি। যারা নিজেরা মুখে কালি মেখে রেখেছে, তারা কী বলবে!'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদালতে '৫ মিনিটের' জন্য বলার সুযোগ চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। এদিন বিচারকের সামনে বলার সুযোগ দেওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। আদালতে নিজের হয়ে নিজের বক্তব্য পেশ করেন পার্থ চট্টোপাধ্য়ায়। বিচারকের কাছে তিনি দরবার করেন, 'আমার বিশ্বাস একদিন সত্য সামনে আসবে। কয়েকটি বিষয় নিবেদন করতে চাই। আট মাস চলছে। গুহার মধ্যে রয়েছি। অন্ধকারে রয়েছি। নিজেই অবাক হচ্ছি। আগে যখন বাড়ি থেকে বেরতাম তখন সবাই আমাকে জিজ্ঞেস করত কোথায় জাচ্ছিস পার্থ? পাথরে মাথা ঠুকতে? প্রতিমা-ই পাথরের প্রাণ।' 


আরও বলেন, 'এ রাজ্যের বিচার ব্যবস্থার উপর আমার শ্রদ্ধা আছে। আমার এখনও বিশ্বাস আছে। যা-ই ঘটুক না কেন, সত্য একদিন সামনে আসবে। মন্ত্রী হওয়াটা কি অপরাধ? মন্ত্রী হওয়াটা কি আমার অন্যায়? আমি খুব খারাপ ছাত্র ছিলাম না। আবার খুব আবার ভালো ছাত্রও ছিলাম না।' যার জবাবে বিচারককে বলতে শোনা যায়, 'খারাপ ছাত্র ছিলেনও বলা যায় না।' পাশাপাশি, আরও বলেন, ' সিডিতে যা আছে তা দেখে যে কেউ লজ্জা পাবে।'


পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, 'প্রাইমাফেসি মানে কী? প্রথম ১৮/৫-S যদি সবার নাম চলে আসে। তাহলে ৫ মাস পরে তদন্তে আমার নাম আসা প্রাইমাফেসি থাকে কিনা আমি আইনের ছাত্র হিসেব নিজেকে প্রশ্ন করছি। ব্রিটিশ কাউন্সিল থেকে স্কলারশিপ পেয়েছি। ৭০ বছর বয়স হল। কোনওদিন আমার নামে কোনও এফআইআর হয়নি। আমাকে একতরফা ভাবে শুনতে হচ্ছে।' জানতে চান, '৮ মাস আমি বিনা বিচারে থাকব? চার্জশিট আমি দেখেছি। তাতে এমন কিছু নেই যার জন্য আমাকে ৮ মাস ধরে আটকে থাকতে হবে। আইনের প্রলেপ নমনীয় না হলেও দমনীয় হবে। আমি বিরোধী দলনেতা ছিলাম। কেউ অভিযোগ আনতে পারেনি । অসৎ, অন্যায় কেউ বলেনি। শুধু কী রাজনৈতিক নেতারা প্রভাবশালী হয়?'


যার পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, 'যা বলবেন আইনের কথা বলবেন। সবটা রেকর্ড রাখা হবে। রাজনীতির বিষয়ে এখানে বলবেন না। আমি চার্জশিট দেখে তো বিচারক করব না। আমি সিডি দেখেছি। সেখানে যা মেটিরিয়াল আছে, তা দেখে যে কেউ লজ্জায় পড়ে যাবে। আপনি জামিনের জন্য উচ্চ আদালতে যেতে পারেন।' 


আরও পড়ুন, Partha Chatterjee: 'অনেকে সুপারিশ করেছে! বলেছি, করতে পারব না, আমি নিয়োগকর্তা নই', পার্থ চট্টোপাধ্যায়



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)