নিজস্ব প্রতিবেদন: SSC মামলায় পৌনে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ CBI-র। অবশেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন পার্থ চট্টোপাধ্য়ায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SSC  নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে CBI দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। কিন্তু মামলাটির শুনতেই রাজি হয়নি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। কেন? বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, 'আপনারা কি জানেন না কীভাবে নিয়ম মেনে আবেদন করতে হয়? আদালতের নিয়ম ভেঙে আমি মামলা শুনতে পারব না। যদি খুব তাড়া থাকে তাহলে প্রধান বিচারপতির কাছে যান'। দ্রুত শুনানির আর্জি জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মেল করেছেন বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: SSC New Chairman: পার্থর CBI-তে চলে যেতে হল SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে? এবার কে দায়িত্বে?


এদিকে ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পর বিকেলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। ঘড়িতে তখন ৫.৪০ মিনিট। নির্ধারিত সময়ে ২০ মিনিট আগেই নিজাম প্যালেসে, CBI-র দফতরে পৌঁছন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, ২ দফায় পৌনে চার ঘণ্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। SSC-র উপদেষ্টা কমিটি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানও রেকর্ড করা হয়েছে। 



এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্য়ে রওনা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)